আ.লীগ নেতা প্রার্থী হতে চাওয়ায় হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। আগামী মার্চ মাসে অনুষ্ঠেয় পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হতে চাওয়ায় তাকে এ হুমকি দেয়া হয়। এ ঘটনায় সোমবার রাতে তিনি সাঁথিয়া থানায় একটি জিডি করেছেন।

আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জিডিতে তিনি উল্লেখ করেন, ৭ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তি জানতে চায় আমি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করবো কীনা? আমি হ্যাঁ সূচক জবাব দিলে ওই ব্যক্তি আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখায়। পরিচয় জানতে চাইলে পরিচয় না দিয়ে তিনি আমাকে ও আমার ছেলেকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমি ও আমার পরিবার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছি।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

একে জামান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।