এক সঙ্গে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০৮ জানুয়ারি ২০১৯

মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে এক সঙ্গে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃত কানিজ-(৩) ও রুশান-(৪) সর্ম্পকে মামাতো ও ফুপাতো ভাই-বোন। মঙ্গলবার দুপুরে উপজেলার ঝাউতলা গ্রামে বসে এ ঘটনা ঘটে।

শিশু কানিজ পৌর এলাকার চরঝাউতলা গ্রামের কামাল বেপারীর মেয়ে ও রুশান পৌর এলাকার সাদিপুর গ্রামের কাইমুদ্দিন সরদারের ছেলে।

তাদের পরিবার সূত্রে জানা গেছে, ওই দুই শিশু বাড়ির পাশে পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কালকিনি থানা পুলিশের ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, আমরা এমন খবর পেয়েছি।

এ কে এম নাসিরুল হক/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।