রাঙ্গামাটিতে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৩ জানুয়ারি ২০১৯

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক কাঁচা ঘরবাড়ি পুড়ে গেছে। রোববার সকাল সাড়ে ৮টায় এই আগুনের সূত্রপাত হয়।

আড়াই ঘণ্টা চেষ্টার পর রাঙ্গামাটি, কাউখালী ও কাপ্তাই ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে অংশ নেয়।

Rgt-Pic--(3)

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সাইফুল উদ্দীন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।