শীতার্তদের জন্য ভালোবাসা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯

খাগড়াছড়ির দরিদ্র পীড়িত ও পিছিয়ে পড়া এলাকার শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণিপেশার তরুণদের সম্মিলিত সৃজন ও কর্ম উদ্যোগ ‘পজেটিভ থিংকার্স’ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারার ত্রিপুরা পল্লীর চার শতাধিক দরিদ্র পীড়িত মানুষের মাঝে শীতবস্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

KHAGRACHORI-(2)

মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন।

এতে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, মো. শাখাওয়াত হোসেন, মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি সৈয়দ মো. জাকির হোসেন ও পজেটিভ থিংকার্সের কো-অর্ডিনেটিং ভলান্টিয়ার জিকু চৌধুরী ।

KHAGRACHORI-(3)

শীতবস্ত্র বিতরণকালে সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রোকসানা পারভীন বলেন, পজেটিভ থিংকার্সের এই উদ্যোগ দুর্গম জনপদে উষ্ণতা ও ভালোবাসা ছড়াবে। ভবিষ্যতেও এই তৎপরতা অব্যাহত রাখার অনুরোধ জানাই।

অনুষ্ঠানে পজেটিভ থিংকার্সের ভলান্টিয়ার বিপাশা দাশ, ভলান্টিয়ার মমতাজ জাহান, খাগড়াছড়ি যুব রেড ক্রিসেন্টের ইউনিট প্রধান হাফসা বেগম, সাবেক যুব প্রধান রবিউল ইসলাম, মাটিরাঙ্গা ইউনিট প্রধান মো. ফরিদউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।