বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ ডাকাত গ্রেফতার
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চানপাড়া এলাকায় পুলিশ ও ডাকাতদলের বন্দুকযুদ্ধে ছানা মিয়া (৩৫) নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। আটক ছানা মিয়া পাঁচবিবি উপজেলার ঝিনাইল গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সোমবার ভোরে একদল ডাকাত চানপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
এ সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ছানা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও জানান ওসি।
রাশেদুজ্জামান/এফএ/এমকেএইচ