প্রতারণা মামলায় সাবেক চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ২১ জানুয়ারি ২০১৯

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আশ্রাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার করুনানগরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজু উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার করুনানগরের চকবাজার এলাকা থেকে রাজুকে গ্রেফতার করা হয়। তিনটি প্রতারণা মামলায় রাজুকে আড়াই বছর কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।

কমলনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

কাজল কায়েস/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।