নাস্তিপুর সীমান্ত থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীসান্তবর্তী এলাকা থেকে সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক ইমাম হাসান বলেন, চুয়াডাঙ্গা ৬-বিজিবি বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্রনাথ দত্ত গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে নাস্তিপুর সীমান্তে অবস্থান নেন। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তের ৮০ নম্বর মেইন পিলারের কাছে কাগজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটটি উদ্ধার করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের উপস্থিতিতে প্যাকেট খুলে সাতটি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭০০ গ্রাম, যার মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।

সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।