নির্বাচনের খবর নেই, আগেই নৌকার পোস্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই তোড়জোড় শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে। আগামী ৩ ফেব্রুয়ারি এ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের। এদিকে বিএনপির পক্ষ থেকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে।

আর এসব হিসাব মিলিয়ে নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণের আগেই দলীয় প্রতীক নৌকার পোস্টারে ভোট চেয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ভাইস চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী।

তালা উপজেলাব্যাপী লাগানো এ পোস্টার দেখে সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে সমালোচনা।

উপজেলার অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান বলেন, কোনো কিছু নির্ধারণ হওয়ার আগেই কিভাবে তিনি এ পোস্টার ছাপিয়েছেন আমরা বুঝতে পারছি না।

তবে প্রার্থিতা নির্ধারণের আগেই পোস্টার ছাপানোর বিষয়ে বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি, দল চাইলে আমি মনোনয়ন পাব। যে কেউ নৌকায় ভোট চাইতে পারে। এছাড়া দলীয় প্রতীকে নির্বাচন হবে। ভাইস চেয়ারম্যান পদে যদি দলীয় প্রতীক না থাকে তবে অন্যকিছু হবে, সেটাতে কোনো সমস্যা নেই।

তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, উপজেলা নির্বাচনের এখনও কোনো প্রার্থী চূড়ান্ত হয়নি। তৃণমূল পর্যায়ে আলোচনার মাধ্যমে তিনজনের একটি প্যানেল আমরা কেন্দ্রে পাঠাবো। কেন্দ্র সেটিকে চূড়ান্ত করবে। আগামী ৩ তারিখ তফসিল ঘোষণার কথা রয়েছে। নির্বাচনের প্রার্থিতা নিধারণের আগেই যদি কেউ নৌকায় ভোট চেয়ে পোস্টার লাগান তাহলে তিনি ভুল করেছেন।

আকরামুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।