চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:২১ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
ফাইল ছবি

চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকায় ছাত্রলীগ কর্মী মিরাজ ও বশিরকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে আহত ছাত্রলীগ কর্মী মিরাজের মা পান্না বেগম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় এ মামলা করেন।

মামলায় চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সাবেক দফতর সম্পাদক শেখ সামী তাপুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়াও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় বাদী পান্না বেগম অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় তার ছেলে আল মিরাজ ও ছেলের বন্ধু বশির দৌলতদিয়াড় এলাকার দক্ষিণপাড়ার জনৈক জহুরুলের চায়ের দোকানে বসে গল্প করছিল। এ সময় পূর্ববিরোধের জের ধরে আসামিরা হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার ছেলের ওপর হামলা করে। উপর্যুপরি কুপিয়ে জখম করা হয় মিরাজ ও বশিরকে। নিশ্চিত হত্যার উদ্দেশ্যে মিরাজের পায়ের রগও কেটে দেয়া হয়। মামলার এজাহারে আসামিদের স্থানীয় সন্ত্রাসী বলেও অভিযোগ আনা হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল খালেক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাদীর লিখিত অভিযোগ পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, নিজেদের অন্তর্কোন্দলে ছাত্রলীগের এক পক্ষের হামলায় গুরুতর জখম হয় অন্য পক্ষের মিরাজ ও বশির নামে দুই কর্মী। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকার দক্ষিণপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মিরাজ ও বশিরের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। মিরাজের বাম পায়ের রগও কেটে দেয়া হয়। অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাতেই মিরাজকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় রেফার্ড করে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

সালাউদ্দিন কাজল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।