ফেনীতে আওয়ামী লীগের দলীয় ফরম বিক্রি শুরু
ফেনীর ৬টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভা শেষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
সভায় দলীয় মনোনয়ন বিক্রিসহ নির্বাচন বিষয় নিয়ে আলোচনা হয়। ফেনীর ৬টি উপজেলায় নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে। দলীয় মনোনয়ন ফরম সোমবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শহীদ খোন্দকার বলেন, রোববার সন্ধ্যা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে, যা আগামীকাল (সোমবার) বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়াম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, সাবেক মহিলা সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহান আরা বেগম সুমরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আক্রামুজ্জামান, অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, হাফেজ আহাম্মদ ও খায়রুল বাশার তপন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজাবাউল হায়দার সোহেল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাশেদুল হাসান/আরএস