রাতেও জাতীয় পতাকা নামানো হয় না মেলান্দহ ভূমি অফিসে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:৪৯ এএম, ২৮ জানুয়ারি ২০১৯

জামালপুরের মেলান্দহে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে রাতেও জাতীয় পতাকা ওড়ে। এতে সরকারি এই প্রতিষ্ঠানে জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েকজন ২৭ জানুয়ারি (রোববার) রাতে ফোনে এ প্রতিবেদককে জানান, মেলান্দহ উপজেলা ভূমি অফিসের সামনে এত রাতেও জাতীয় পতাকা উড়ছে। প্রতিদিন সূর্যোদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন ও সূর্যাস্তের আগে পতাকা নামিয়ে ফেলার কথা থাকলেও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা তা মানছেন না। এ ব্যাপারে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

এ ব্যাপারে মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ভূমি বিভাগীয় প্রশিক্ষণের জন্য তিনি উপজেলার বাইরে অবস্থান করছেন। আজ তিনি অফিসে যাননি। তারপরও দ্রুত খোঁজ নিয়ে পতাকা নামানোর ব্যবস্থা করার কথা জানান তিনি।

আসমাউল আসিফ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।