‘অধিকারের দৃষ্টিকোণ থেকে পানিসম্পদ রক্ষা করতে হবে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ০৯:১০ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

‘নদীর অধিকার রক্ষায় সাধারণ মানুষকে উদ্যোগ নিতে হবে। কারণ নদীকে ঘিরেই রয়েছে সামাজিক এবং অর্থনৈতিক বিষয়। এ জন্য নদীকে একটি জীবন্ত সত্ত্বা হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে বৈশ্বিক পর্যায়ে সাধারণ নদী সম্পর্কিত চিন্তা-ভাবনা, জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি বিনিময়ের পরিসর বৃদ্ধি করতে হবে। অধিকারের দৃষ্টিকোণ থেকে পানিসম্পদকে রক্ষা করতে হবে।’

মঙ্গলবার পটুয়াখালীর কুয়াকাটায় ‘রিভার এ লিভিং বিং’ শীর্ষক দুইদিন ব্যাপী চতুর্থ আন্তর্জাতিক পানি সম্মেলনে নদী ও পানি বিষেশজ্ঞরা এসব কথা বলেন। অ্যাকশন এইড বাংলাদেশের আয়োজনে কুয়াকাটার গ্রেভার ইন হোটেলের হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহানা কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হওলাদার, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, ব্রাক বিশ্ববিদ্যলয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, ঢাকা বিশ্ববিদ্যলয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহম্মেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া।

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান, কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, কলাপাড়া পাউবো নির্বাাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

কাজী সাঈদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।