গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১০:২৬ এএম, ৩০ জানুয়ারি ২০১৯

মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সল আহমদ (৪৮) ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে শহরের মিশন রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইউপি চেয়ারম্যান ফয়সল ও তার এক সহযোগীকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপন দে/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।