স্থগিতের এক বছর পর ভোটগ্রহণ ১০ ফেব্রুয়ারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:১০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৯

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে স্থগিত একটি কেন্দ্রের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি স্থগিত মালিরচর হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০১৩ সালে বকশীগঞ্জ পৌরসভা গঠনের পর ২০১৭ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ১২টি কেন্দ্রের মধ্যে হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে সিল মারাকে কেন্দ্র করে ভোটগ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। ১১টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী নজরুল ইসলাম সওদাগর এগিয়ে থাকলেও আওয়ামী লীগের প্রার্থী ও তৃতীয় স্থানে থাকা শাহীনা বেগম নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন।

এই মামলা সম্প্রতি খারিজ হলে ভোট গ্রহণের বাধা কেটে যায়। এমতাবস্থায় নির্বাচন কমিশন স্থগিত ওই কেন্দ্রে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় এবং আগামী ১০ ফেব্রুয়ারি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার জানান, স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই।

আসমাউল আসিফ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।