বন্ধ হচ্ছে আলমডাঙ্গা রেলস্টেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:২২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

বন্ধ হয়ে যাচ্ছে দেশের স্বীকৃতি পাওয়া প্রথম রেলওয় স্টেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশন। টিকিট মাস্টারের কার্যক্রম ছাড়া অন্য সব কার্যক্রম বন্ধে চিঠি দেয়া হয়েছে এ রেলস্টেশনকে।

আলমডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম মিন্টু বলেন, রেল স্টেশনের কার্যক্রম বন্ধে বুধবার (৩০ জানুয়ারি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি চিঠি পাঠিয়েছে।

তাতে বলা হয়েছে, শুধুমাত্র টিকিট মাস্টারের কার্যক্রম চালু থাকবে। থাকবে না ট্রেন আসা বা যাওয়ার তদারকিতে কেউ। ইতোমধ্যে পাঁচ জন কর্মকর্তা-কর্মচারীকে অন্য স্টেশনে বদলি করা হয়েছে।

তিনি আরও বলেন, চিঠি পাওয়ার পর থেকে টিকিট কাউন্টার ছাড়া বন্ধ হয়ে গেছে অন্যান্য কার্যক্রম। স্টেশন মাস্টার সংকটের কারণে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

সালাউদ্দিন কাজল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।