সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দিয়ে আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৮:২০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

জয়পুরহাটের পাঁচবিবিতে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে সাবেক বিজিবি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকা থেকে সুলতানকে ও পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকা থেকে মানিককে আটক করা হয়। সুলতান চৌধূরী সাবেক বিজিবি সদস্য ও নওগাঁর ধামইরহাট উপজেলার জগদুল গ্রামের মনসুর চৌধূরীর ছেলে আর মানিক হোসেন পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহামন জানান, অভিযুক্তরা কোকতারা গ্রামের লতীফ মন্ডলের ছেলে সৈকত মন্ডলকে সেনাবাহিনীর সিপাহী পদে চাকরি দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র প্রদান করেন। পরে পুলিশি তদন্তে এই প্রতারণার বিষয়টি ধরা পরলে তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।

রাশেদুজ্জামান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।