রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৯

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ইউপিডিএফ নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকেলে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফের (গণতান্ত্রিক) রাইখালী ইউনিয়নের নেতা মংসুইনু মার্মা (৪০) ও তার বন্ধু মো. জাহিদ হোসেন (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মংসুইনু মার্মা ও তার বন্ধু জাহিদ কারিগরপাড়া বাজারে চায়ের দোকানে বসেছিলেন। এ সময় কয়েক দুর্বৃত্ত গুলি করে তাদের হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে দুটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি।

সাইফুল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।