পটুয়াখালীতে অবৈধ সিমসহ আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:০২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত বিভিন্ন কোম্পানির ১৬০টি সিমসহ এগুলো ক্রয়-বিক্রয় চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৮ ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার মধ্যরাতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. ইলিয়াছ (২৮), মো. জাহাঙ্গীর মাঝি (৪০), মো. মোস্তাফিজুর রহমান (১৯), মো. আল মামুন ও মো. আল আমিন (২৮)।

র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন বুধবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের বটতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে রেজিস্ট্রেশনকৃত ওইসব সিমসহ ওই পাঁচজনকে আটক করা হয়। এ ব্যাপারে কলাপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।