মাদারীপুরে ১৫ দিন ধরে কিশোর নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

মাদারীপুরের কালকিনি উপজেলায় নাঈম শিকদার (১২) নামে এক কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার মিয়ারহাট বাজারের সুমন মন্ডলের ওয়ার্কশপের কর্মচারী ছিল।

নিখোঁজের ১৫ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ জানিয়েছে, উপজেলার ভবানীপুর গ্রামের পলাশ শিকদার তার কিশোর ছেলে নাঈম শিকদারকে একই এলাকার সুমন মন্ডলের ওয়ার্কশপে এক বছর আগে কাজের জন্য দেন।

গত ২৩ জানুয়ারি রাতে ওই দোকান থেকে কিশোর কর্মচারী নাঈম হঠাৎ করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগীর পরিবার।

নাঈমের বাবা পলাশ শিকদার বলেন, আমি আমার ছেলেকে সুমন মন্ডলের দোকানে কাজ করতে পাঠাই। কিন্তু সে ওই দোকান থেকে নিখোঁজ হয়েছে।

এ বিষয়ে দোকানের মালিক সুমন মন্ডল বলেন, সে কোথায় গেছে আমি জানি না। আমাকে কিছু বলে যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ওসি হারুন অর রশিদ বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে।

এ কে এম নাসিরুল হক/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।