চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবি
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে। চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির ব্যানারে বুধবার দুপুরে চিলাহাটি বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ডোমার উপজেলার ভোগডাবুড়ি, কেতকিবাড়ি, জোড়াবাড়ি ও গোমনাতি ইউনিয়নের হাজারও মানুষ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে চিলাহাটি সরকারি কলেজ মাঠে সমাবেশ করা হয়।
চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি ও চিলাহাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আ ত ম জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক, কেতকিবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল হক প্রামাণিক দিপু, গোমনাতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা জিএমএ আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার প্রমুখ।

ভোগডাবুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামাণিক বলেন, ১৯৯৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতির এক আদেশে চিলাহাটিকে উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের আলোকে ১৯৯৫ সালের ৩ ডিসেম্বর চিলাহাটিতে সাব-রেজিস্ট্রি কার্যালয় চালুর প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চিলাহাটি সাব-রেজিস্ট্রার কার্যালয় চালু হলেও দীর্ঘ ২৪ বছরে উপজেলা পরিষদ বাস্তবায়ন হয়নি।
চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি আ ত ম জহিরুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ডোমার উপজেলা সদরের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। ডোমার উপজেলার ভোগডাবুড়ি, কেতকিবাড়ি, জোড়াবাড়ি ও গোমনাতি ইউনিয়নের মোট আয়তন ৪১ দশমিক ৫১ বর্গমাইল। এর জনসংখ্যা এক লাখ ৪০ হাজার ৯৪৪ জন।
চিলাহাটিতে একটি পুলিশ তদন্ত কেন্দ্র, একটি সরকারি কলেজ, দুটি বেসরকারি কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৪টি, উচ্চ বিদ্যালয় সাতটি, ফাজিল মাদরাসা একটি, দাখিল মাদরাসা একটি, একটি আধুনিক রেল স্টেশন, কাস্টম ও শুল্ক স্টেশন, আন্তর্জাতিক চেকপোস্ট, স্থলবন্দর প্রক্রিয়াধীন, একটি দমকল স্টেশন, দুটি সরকারি ব্যাংক, সাব রেজিস্ট্রি কার্যালয়, সরকারি খাদ্যগুদামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কার্যালয় বিদ্যমান রয়েছে। সার্বিক বিবেচনায় চিলাহাটিকে উপজেলা ঘোষণার জোর দাবি এই চারটি ইউনিয়নের মানুষের।
জাহেদুল ইসলাম/এএম/এমএস