চার ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

কিশোরগঞ্জে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদফতরের অনুমোদন না থাকায় চারটি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গুঁড়িয়ে দেয়া হয়েছে দুটি ইটভাটা। বৃহস্পতিবার সকাল থেকে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সকালে সদর উপজেলার রশিদাবাদ এলাকায় আরএমবি নামক একটি ইটের ভাটায় অভিযান চালানো হয়। র‌্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সেখানে গিয়ে দেখতে পান গ্রাম ও ধানের জমির পাশে ওই ভাটায় পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়াই বেআইনিভাবে ইট পোড়ানো হচ্ছে। আদালত ভাটাটি গুঁড়িয়ে দেন। এ ছাড়া ভাটার মালিককে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এদিন কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে চারটি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেকটি ভাটার মালিককে এক বছর করে কারাদণ্ড দেন। তবে টাকা পরিশোধ করায় তাৎক্ষণিকভাবে মামলা নিষ্পত্তি করা হয়।

এ সময় পরিবেশ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু, র‌্যাব-১৪ সিপিসি-২ এর কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম শোভন খানসহ পরিবেশ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, প্রথম দিন অভিযানে চারটি ভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নূর মোহাম্মদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।