শরীয়তপুরে সুফি সেমিনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

শরীয়তপুরের নড়িয়ার পণ্ডিতসার গ্রামের চিশতীনগরে মঙ্গলবার এক আন্তর্জাতিক সুফি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘হযরত খাজা মুঈনুদ্দিন চিশতী উপমহাদেশে ইসলাম ও মানবতার শ্রেষ্ঠ দূত’ শিরোনামে এ সেমিনারে দেশ-বিদেশের খ্যাতিমান বক্তারা আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। চিশতীনগরের সাজ্জাদানশীন হযরত শাহজাদা সুফী সৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী (মা.যি.আ) সভাপতিত্বে পবিত্র কোরআন পাঠ দিয়ে সেমিনার শুরু হয়।

সেমিনারে বক্তব্য দেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও আয়োজক পীরজাদা প্রকৌশলী সৈয়দ গোলাম মুরসালিন। এরপর বিষয়ের উপর প্রথম বক্তব্য রাখেন ভারতের পাটনার খানকাহ মোনয়েমিয়ার সাজ্জাদানশীন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ড. আল্লামা সাইয়্যেদ শামীমুদ্দীন আহমাদ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের আরবি বিভাগের অনুষ্ঠান পরিচালক ড. মাওলানা মু. এনামুল হক আল আজহারী, দিল্লির জা’মেয়া মিলিয়া ইসলামিয়ার গবেষক সাইয়্যেদ আতিফ হুসাইন কাজমী, টাঙ্গাইল সরকারি এমএম কলেজের অধ্যাপক ড. মো. আসরারুল হক চিশতী এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইফতেখার আনম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দ গোলাম মোদাসসের, ডা. সৈয়দ গোলাম মোগনী মাওলা ও সৈয়দ গোলাম মুঈনুদ্দীন হেলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর সিকদার, অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মো. আমিনুল ইসলাম ও শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন।

প্রায় চার হাজার দর্শক-শ্রোতার উপস্থিতিতে গ্রাম বাংলার জনপ্রিয় অনুষ্ঠান কাওয়ালী পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।