ফসলরক্ষা বাঁধের কাজ দেখে ক্ষুব্ধ পানিসম্পদ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধের কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার সকালে সুনামগঞ্জের তাহিরপুরের মাতিয়ান হাওরের বাঁধের কাজ পরিদর্শনকালে দ্বায়িত্বরতদের উপর এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, কাজটা যেভাবে আশা করেছিলাম সেরকম হয়নি। এটার জন্য এখানকার দায়িত্বরত প্রকৌশলীরা আছেন। তাদের আরও সচেতন হতে বলেছি। তাদের বলছি, যেভাবে কাজ হয়েছে এই কাজের উপরে কোনো পিআইসিকে(প্রকল্প বাস্তবায়ন কমিটি) টাকা দেব না (কাজের বিল)। কারণ কাজটার যে মেজারমেন্ট দেয়া আছে, সে মেজারমেন্ট যে পর্যন্ত না হবে, সে পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিতে রাজি না।

তিনি বলেন, আমরা নির্দেশ দিয়েছি তারা (পিআইসি) যদি কাজ সম্পন্ন করতে পারে তাহলে হাওর সেফ হবে। আর সেটা হলেই পিআইসির জন্য যে টাকা বরাদ্দ আছে তারা তা পাবে। কিন্তু কাজ সম্পন্ন না করে টাকা পাবে না, আমরা কাজ সম্পন্ন না করলে টাকা দিতে রাজি নই।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক ভূইয়া উপস্থিত ছিলেন।

মোসাইদ রাহাত/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।