গাঁজা সেবনের দায়ে কাউন্সিলরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

গাঁজা সেবনের দায়ে কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রদল নেতা রবিউল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের এসআই কাজী মেহেদী হাসান জানান, শহরের বড় রেলস্টেশন এলাকা থেকে গাঁজা সেবনকালে কাউন্সিলর রবিউল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছে বেশ কিছু গাঁজাও পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যামাণ আদালত বসিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিউল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

আল-মামুন সাগর/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।