কমলনগরে ভাই-বোনের করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রভাবশালীদের দেয়া বাঁধ থেকে পড়ে পানিতে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুনানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- হাসনা আক্তার (৯) ও মো. হামিদ (দেড় বছর)। তারা উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও ঢাকার পোশাক শ্রমিক হোসেন আহমেদের সন্তান।

নিহতদের দাদি নূরজাহান বেগম জানান, বাড়ির পাশে ভুলুয়া নদীতে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা মাছ শিকার করেন। ওই বাঁধের ওপর দিয়ে হামিদকে কোলে নিয়ে হাসনা পার হচ্ছিল। এক পর্যায়ে তারা নদীতে পড়ে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, পানি থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

কমলনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, নদীতে পড়ে ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।