গরু নিয়ে জমিতে হাল বইলেন পুলিশ সুপার!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

মাথায় গামছা বাঁধা, এক হাতে লাঙ্গলের মুঠো অপর হাতে গরু তাড়ানোর লাঠি। এক মনে জমি চাষ করছেন। প্রথমে দেখলে যে কারও মনে হবে কোনো কৃষক জমি চাষ করছেন। কিন্তু তিনি আসলে কোনো কৃষক নন। তিনি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

শুক্রবার পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে জমিতে ধান রোপণ করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।

জানা গেছে, নড়াইলের পুলিশ লাইনের কোনো জমি যাতে অনাবাদী অবস্থায় না থাকে সে লক্ষ্যে জসিম উদ্দিন নিজে পুলিশ সদস্যদের নিয়ে জমি চাষ করতে নেমে পড়েন। ২০ শতাংশ জমিতে বোরো ধানের চারা রোপন করেন পুলিশ সদস্যদের নিয়ে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ওই জমিটি অনাবাদী ছিল। তাই আমরা জেলা পুলিশের পক্ষ থেকে ধান রোপণ করেছি। যা এর আগে কখনো কেউ করেনি। দেশের উন্নয়ন করতে হলে খালি জায়গা ফেলে রাখলে চলবে না। খালি জায়গা বা পতিত জমিতে যেখানে যে ফসলের চাষ করা সম্ভব সেখানে তাই করতে হবে। তাহলেই আমাদের দেশে আরও উন্নয়ন সম্ভব হবে বলে তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন, পুলিশ লাইনের আরআই মিরাজ মিয়াসহ পুলিশ সদস্যরা তার সঙ্গে ধান রোপণ করেন।

এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।