কপোতাক্ষে ভাসছে মৃত ডলফিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

সাতক্ষীরার কপোতাক্ষ নদে ভাসছে মৃত ডলফিন। শনিবার সকাল ১০টার দিকে পাটকেলঘাটা থানার আচিমতলা এলাকায় কপোতাক্ষ নদে মৃত ডলফিনটি ভাসমান অবস্থায় দেখেছেন স্থানীয়রা।

আচিমতলা এলাকার শামছুর মোড়ল জানান, সকালে আচিমতলা এলাকার কপোতাক্ষ নদের ধারে মৃত অবস্থায় প্রাণিটি ভাসতে দেখা যায়। পচন ধরার কারণে এটি চেনা যাচ্ছে না। তবে এটি একটি ডলফিন হতে পারে। জোয়ারের পানিতে সমুদ্র থেকে ভেসে আসতে পারে এটি।

তালা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল কুমার ঘোষ বলেন, এটি ডলফিন হতে পারে। এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।