ঘোড়ায় চড়ে ভোটের মাঠে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯

আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা পরষিদ নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. ইজাজুল হক রয়েল ঘোড়ায় চড়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ পৌর শহরের বিভিন্ন রাস্তায় ঘোড়ায় চড়ে মিছিল করে ভোটারদের কাছে ভোট চান তিনি। নির্বাচনে তিনি প্রতীক পেয়েছেন ঘোড়া। তাই নিজের নির্বাচনী এলাকায় ঘোড়ায় ঘুরে ঘোড়া প্রতীকে ভোট চাইছেন। ঘোড়ায় চড়ে তার মিছিল দেখার জন্য ভিড় জমান উৎসুক জনতা।

ইজাজুল হক রয়েল মোহনগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। তিনি এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিষয়ে ইজাজুল হক রয়েল বলেন, নির্বাচনে বিজয়ী হলে মোহনগঞ্জ উপজেলাকে একটি আধুনিক উপজেলা করার জন্য কাজ করে যাব। আমার প্রতীক ঘোড়া, তাই ঘোড়ায় চড়ে প্রচারণা চালাচ্ছি।

মোহনগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রয়েল ছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও ৪নং মাঘান সিয়াধার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

কামাল হোসাইন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।