সাতক্ষীরায় দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী ও গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার বিকেলে কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ এলাকায় ও সন্ধ্যায় দেবহাটা উপজেলার কুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার ছনকা গ্রামের মৃত. এবাদুল্লাহ শেখের ছেলে ব্যবসায়ী নুর ইসলাম (৭০) ও দেবহাটা বহেরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাবিকুন নাহার (২৬)।

কালিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, ব্যবসায়ী নুর ইসলাম বিকেলে উপজেলার নাজিমগঞ্জ বাজারে রাস্তা পার হয়ে ব্যাংকের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

দেবহাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি বাস কুলিয়া গার্লস স্কুলের সামনের পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গৃহবধূ সাবিকুন নাহার নিহত হন।

আকরামুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।