শাহ আবদুল করিম লোক উৎসব শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০১ মার্চ ২০১৯

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী লোক উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের আয়োজনে বাউল সম্রাটের বাড়ি দিরাইয়ের উজান ধলে গ্রামের মাঠে সমবেত গানের মধ্য দিয়ে শুরু হয় এ লোক উৎসব।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের একমাত্র ছেলে শাহ নুর জালালের সভাপতিত্বে ও শাহ আবদুল করিম স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ আপেল মাহমুদের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, প্রেসক্লাবের সহ-সভাপতি সোয়েব হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।

এরপর শুরু হয় শাহ আবদুল করিমের ভক্তবৃন্দের অংশ গ্রহণে গানের অনুষ্ঠান। চলবে রাতভর গান ও আব্দুল করিমকে নিয়ে স্মৃতি চারণ। এ ছাড়াও এ উৎসবে সঙ্গীত পরিবেশন করতে ঢাকা থেকে এসেছেন সঙ্গীত শিল্পী শাহনাজ বেলী ও সিলেট থেকে এসেছে শিশু শিল্পী মাহফুজুর রহমান। এতে স্থানীয় বাউল আব্দুর রহমান, রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, ফয়সাল শাহ আব্দুল করিমের বিভিন্ন আধ্যাত্মিক মরমী ও সাড়ি গান পরিবেশন করবেন।

বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বেঁচে থাকা অবস্থায় ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় শাহ আবদুল করিম লোক উৎসব। এরই ধারাবাহিকতায় এবার ১৪ম লোক উৎসব হচ্ছে।

বাউল সম্রাটের ছেলে ও উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক শাহ নুর জালাল বলেন, দুইদিন ব্যাপী অনুষ্ঠানে দেশ-বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ এসে পৌঁছে গেছেন। কিন্তু আমরা এ উৎসব নিজ উদ্যেগে করছি। কোনো পৃষ্টপোষকতা পাচ্ছি না।

মোসাইদ রাহাত/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।