স্কুলছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করল বখাটেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০২ মার্চ ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিথী আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রীকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে কয়েকজন বখাটে যুবক।

গুরুতর আহত ওই ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে এ ঘটনা ঘটে।

চুকাইবাড়ী ইউনিয়নের আলকারচর গ্রামের বাদশা মিয়ার মেয়ে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বিথী আক্তার (১৫) ইজিবাইকে করে বিদ্যালয়ে যাচ্ছিল। ইজিবাইকটি চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন বখাটে যুবক ইজিবাইকের গতিরোধ করে। তারা বিথীকে টেনে নামিয়ে তার শরীরের বিভিন্নস্থানে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত বিথীকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

খবর পেয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক আহত ওই ছাত্রীকে হাসপাতালে দেখতে যান।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।