পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের পাঁচ বসতঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:০০ এএম, ০৩ মার্চ ২০১৯

বান্দরবানের আলীকদম উপজেলায় আগুনে পুড়ে গেছে আমতলী আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি বসতঘর। শনিবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পের একটি বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থাকে আগুনের সূত্রপাত হয়।

আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার হহ্লা মং মার্মা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সৈকত দাশ/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।