এ কেমন নিষ্ঠুরতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ০৯ মার্চ ২০১৯

নরসিংদীর পলাশ উপজেলায় দুষ্টুমির ছলে খোরশেদ আলম গাজী (৪৫) নামে এক মানসিক রোগীর শরীরে অ্যাসিড ঢেলে দিয়েছেন রাসেল (২২) ও বিজয় (২১) নামে দুই যুবক।

অ্যাসিডে আক্রান্ত খোরশেদ আলমের শরীরের প্রায় ৩০ ভাগ ঝলসে গেছে। বর্তমানে তিনি হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। শুক্রবার রাতে পলাশ উপজেলার পণ্ডিতপাড়া গ্রামের সাকুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খোরশেদ আলম পণ্ডিতপাড়ার গাবতলী গ্রামের মৃত আব্দুল মুসলেহ উদ্দিনের ছেলে। অ্যাসিড নিক্ষেপকারী রাসেল মিয়া ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে ও বিজয় মোশারফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তারা।

খোরশেদ আলমের মেয়ে উর্মি আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবা মানসিক রোগে ভুগছেন। মানসিক রোগে অক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজকর্ম করেন না। মাঝেমধ্যে এলাকার বিভিন্ন চা দোকানে বসে সময় পার করতেন। শুক্রবার রাতে তিনি বাড়ির পাশে একটি চা দোকানে বসেছিলেন। সেখানে রাসেল ও বিজয় নামে দুই যুবক আমার বাবার সঙ্গে দুষ্টুমি করার ছলে অ্যাসিড ঢেলে দেয়। একপর্যায়ে তিনি যন্ত্রণায় চিৎকার শুরু করলে তারা পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন খবর দিলে বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।

উর্মি আক্তার আরও বলেন, স্থানীয় বখাটে ছেলেরা প্রায় সময়ই আমার বাবাকে বিভিন্নভাবে হয়রানি করত। অনেক সময় বাবার শরীরে ময়লা-আবর্জনা ঢেলে দিত। কিন্তু এবার এমন অমানবিক ঘটনা ঘটাবে তা কখনো ভাবিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন খোরশেদ আলম। অপরিচিত লোক দেখলেই ভয়ে নিজেকে লুকিয়ে নিতে চাচ্ছেন তিনি।

এমন অমানবিক ঘটনা দেখে হাসপাতালের চিকিৎসকসহ অনেকেই হতাশা ব্যক্ত করে বলেন, একজন মানসিক রোগীর ওপর মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কীভাবে?।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মোস্তফা কামাল বলেন, অ্যাসিডে খোরশেদ আলমের শরীরের প্রায় ৩০ ভাগ ঝলসে গেছে। তাৎক্ষণিক মেডিকেলে নিয়ে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

পলাশ থানা পুলিশের ওসি মকবুল হোসেন মোল্লা বলেন, অ্যাসিড নিক্ষেপের বিষয়টি শুনে হাসপাতালে রোগীকে দেখতে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। তবে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগে পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সঞ্জিত সাহা/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।