পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়, অধ্যক্ষের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৯ মার্চ ২০১৯

সিরাজগঞ্জে সদরের হাজী আহম্মেদ আলী মাদরাসায় কামিল পরীক্ষায় টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার নামে অবৈধভাবে অতিরিক্ত ফি ৬০০ টাকা আদায় করায় অধ্যক্ষ সামছুল আলমকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান অধ্যক্ষ সামছুল আলমকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

SIRAJGONG-PIC-2

আদালতের পেশকার আব্দুস সাত্তার বলেন, মাদরাসায় কামিল পরীক্ষার টিউটোরিয়াল ও ভাইভা পরীক্ষার জন্য আব্দুল আলীম নামে এক কামিল পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা অতিরিক্ত ফি আদায় করার সময় হাতেনাতে অধ্যক্ষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। ওই পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৬০০ টাকা করে সর্বমোট তিন লাখ টাকা অতিরিক্ত আদায়ের টার্গেট নেন অধ্যক্ষ। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদালত অভিযান পরিচালনা করে। এছাড়াও ওই অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়েরও অভিযোগ রয়েছে বলেও জানান পেশকার আব্দুস সাত্তার।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।