বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ০৯ মার্চ ২০১৯
প্রতিকী ছবি

বান্দরবানের থানচি ও আলীকদম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আলীকদমে নিহতের নাম সাকিব আল হাসান (৫) ও থানচিতে নিহতের নাম রেংসু ম্রো (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে আলীকদম-ফাঁসিয়াখালী রাস্তার পাশে খেলা করছিল সাকিব আল হাসান নামে এক শিশু । এ সময় একটি পিকআপ শিশু সাকিবকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আলীকদম থানা পুলিশের এসআই আজমগীর বলেন, আমরা গাড়িটি জব্দ করেছি। কিন্তু চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।

এদিকে, একই দিন বিকেলে থানচি উপজেলা সড়কের সাত কিলোমিটার থাওয়াইম্রো পাড়া এলাকায় কাঠভর্তি একটি ট্রাক উল্টে রেংসু ম্রো নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন ।

থানচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, এ ঘটনার পর পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সৈকত দাশ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।