ঘরে ঢুকল চোর, নিয়ে গেল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ মার্চ ২০১৯

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ঘুমন্ত মা-বাবার কোল থেকে আবদুল্লাহ নামে আড়াই মাস বয়সী এক শিশুসন্তানকে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার রাত ৩টার দিকে উপজেলার বিশারীঘাটা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। চুরি হওয়া শিশু আবদুল্লাহ একই এলাকার সালেহ আহম্মদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামের বাসিন্দা দলিললেখক সোহাগ হাওলাদারের আড়াই মাস বয়সী ছেলেসন্তান আবদুল্লাহকে রাতের আঁধারে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।

শিশুটির বাবা সোহাগ বলেন, রাত ৩টার দিকে অসুস্থ ছেলেকে ওষুধ খাওয়াই। এরপর আমাদের সন্তান সুমাইয়া ও আবদুল্লাহকে নিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত সাড়ে ৪টায় জেগে দেখি বিছানায় আমার সন্তান আবদুল্লাহ নেই। আমার মোবাইল ফোনটিও নেই। নেমে দেখি জানালার গ্রিল খোলা, দরজা খোলা। ঘরের মধ্যে লোকজনের টের পেয়েছি, ওঠার চেষ্টা করেছি, কিন্তু ওঠার মতো শারীরিক শক্তি পাইনি। ঘরের অন্যান্য কক্ষের সব দরজা বাইর থেকে আটকে রেখেছিল দুর্বৃত্তরা।

সোহাগের স্ত্রী রেশমা বেগম বলেন, ওষুধ খাওয়ানোর পর আবদুল্লাহকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে আমরা ঘুমিয়ে পড়ি। সে আমার কোলের মধ্যেই ছিল। কীভাবে শিশুকে নিয়ে গেছে টের পাইনি আমি।

মোরেলগঞ্জ থানা পুলিশের ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এ মুহূর্তে স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।