গভীর রাতে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষ : বাড়িঘরে অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:৪৫ এএম, ১৭ মার্চ ২০১৯

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পদ্মকর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যান নিজামুল গনি লিটু গ্রুপের কর্মী-সমর্থকদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে।

এ সময় একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়াসহ কমপক্ষে ২৫টি বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট চলে। ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানায়, উভয় গ্রুপের মধ্যে শনিবার রাত ১০টার দিকে বাড়ি-ঘর ভাংচুর ও হামলা-পাল্টা হামলার ঘটনা শুরু হয়ে দফায় দফায় তা ছড়িয়ে পড়ে হাটগোপালপুর গ্রাম- বাজার, সয়াল, ভোমরাডাঙ্গা, শ্রীফোলসহ কয়েকটি এলাকায়। রোববার গভীর রাত পর্যন্ত ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপে এ সহিংস ভাংচুর চলে।

southeast

সংঘর্ষে মিন্টুসহ কয়েকজন আহত হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ-র‌্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানা পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। এলাকায় র‌্যাব-পুলিশ টহল অব্যাহত রেখেছে।

এদিকে, এ ঘটনার জন্য সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও বর্তমান চেয়ারম্যার নিজামুল গনি লিটু একে অপরকে দায়ী করছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এমন সহিংসতায় বাড়ি বাড়ি রেড দেয়া হবে বলে তিনি জানান।

আব্দুল্লাহ আল মাসুদ, ঝিনাইদহ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।