চাঁপাইনবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২৪ মার্চ ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ভোট বর্জন করেছেন। রোববার দুপুর ২টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, ১৫ থেকে ১৬টি কেন্দ্রে তার কর্মীদের ঢুকতেই দেয়া হয়নি। ভোটারদেরও ভয়ভীতি দেখিয়েছে নৌকার সমর্থকরা। বিষয়টি বারবার প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়েই ভোট বর্জনের সিদ্ধান্ত নেন তিনি। সুষ্ঠু ভোট হলে বিপুল ব্যবধানে জয় পেতেন বলেও জানান আনোয়ারুল ইসলাম।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।