চাঁদপুরে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক


প্রকাশিত: ১১:৪৯ পিএম, ৩০ আগস্ট ২০১৫

চাঁদপুরে এই প্রথম ছয় হাজার পিস ইয়াবার বড় একটি চালানসহ ইমরান হোসেন নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় যাত্রীবাহী বাস বোগদাদ ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের সাব ইন্সফেক্টার এস আই সিরাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত ইমরান হোসেনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যমরামপুর এলাকায়।

আটককৃত ইমরান জানায়, ইয়াবাগুলো কক্সবাজারের শরীফুল ইসলামের কাছ থেকে ঢাকা নেয়ার উদ্দেশে চাঁদপুরে নিয়ে আসছিল। সে ইয়াবাগুলো ঢাকার নীলক্ষেত এলাকার বিল্লালের কাছে নিয়ে বিক্রি করার কথা ছিল বলে জানান।

খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় আটককৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পলিশ জানিয়েছে।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।