ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০১৯
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে মোহাম্মদ আলী (৩৯) নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে জাহেরুল ইসলাম নামে এক আসামির যাবজ্জীবন সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল কবীর জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহেরুল ইসলাম ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদেনী সাগর গ্রামের আবু তাহের ওরফে ডিগরার ছেলে।

এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলম, তাজউদ্দীন, আবু তাহের ডিকরা, মহসিনা বেগম, মুক্তা বেগম, সেলিনা বেগম, রেহেনা বেগম, জাহেরা বেগম ও মহসিনকে বেকসুর খালাস দেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মাত্র ৪ শতক জমি বিক্রি করা নিয়ে নিহত মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৩ সালের ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে মোহাম্মদ আলী ধানক্ষেতে পানি সেচ দিয়ে বাড়ি ফেরার পথে আবু তাহেরের বাড়ির কাছে পৌঁছালে দণ্ডপ্রাপ্ত আসামি ও তার সহযোগিরা তাকে আটক করে বেধরক মারপিট করেন।

 

আসামি জাহেরুল ইসলাম লোহার রড দিয়ে মোহাম্মদ আলীর মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। তার চিৎকারে নিহতের অপর ভাই-ভাবিসহ অন্যরা এগিয়ে এলে আসামিরা তাদেরকে মারপিট করে এবং নারীদের শ্লীলতাহানি ঘটায়। রক্তাক্ত অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে হরিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

রবিউল এহসান রিপন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।