মাগুরায় দুই মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ১০:৩৮ এএম, ৩১ আগস্ট ২০১৫
আটক আলামিন

মাগুরা শহরতলীর সাঝিয়ারা গ্রামে অভিযান চালিয়ে আলামিন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় সামুর হোসেনের বাগান থেকে তাকে আটক করা হয়। আটক আলামিন ওই গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে।

এর আগে সদর উপজেলার ছয়চার গ্রাম থেকে মো. বিল্লাল হোসেন নামের অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘর থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন (৩৫) সদর উপজেলার ছয়চার গ্রামের মৃত কাশেম মোল্ল্যার ছেলে।

মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ছয়চার ও সাঝিয়ারা গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় বিল্লাল হোসেনের বসতঘর থেকে বেশ কিছু ভারতীয় ফেনসিডিল ও সাঝিয়ারা গ্রামের সামুর বাগান থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সব ঘটনায় মাগুরা সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

আরাফাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।