রাস্তার ৫০ হাজার ইট তুলে বিক্রি করে দিলেন আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০২ পিএম, ০১ এপ্রিল ২০১৯

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনয়িনের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক সরকারের বিরুদ্ধে ৮শ মিটার সরকারি রাস্তার ইট তুলে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি কাজলা হাটখোলা থেকে উত্তর কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৮শ মিটার ইটের সোলিং রাস্তার প্রায় ৫০ হাজার ইট তুলে মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন আওয়ামী লীগের এ নেতা। এ কাজে তাকে সহায়তা করেছে এলজিইডির সুপারভাইজার আশিস।

তবে এ অভিযোগের বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলক সরকার বলেন, রাস্তাটি কার্পেটিং করার জন্য ছবি তুলতে হবে। তাই উপজেলা ইঞ্জিনিয়ার সাহেব রাস্তার ইট তুলতে বলেছিল। পরে এমপি মহোদয়ের প্রতিনিধি আব্দুল খালেক ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান সেলিমের কথামতো ইটগুলো তোলা হয়েছে।

ইট বিক্রির টাকা কী হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইট বিক্রির সব টাকা এখনও পাইনি। টাকা পেলে মন্দির সংস্কারের কাজে ব্যয় করা হবে। তবে তার বিরুদ্ধে মন্দিরের বরাদ্দের টাকাও আত্মসাতের অভিযোগ করেন স্থানীয়রা।

অন্যদিকে, এলজিইডির সুপারভাইজার আশিস জানান, রাস্তার ইট তোলার ব্যাপারে আমি কিছুই জানি না। ওয়ার্ড সভাপতি পুলক সরকার নিজেই এ কাজটি করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, স্থানীয়রা ঘটনাটি আমাকে জানালে আমি বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ারকে অবহিত করেছি।

আকরামুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।