বরগুনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:৩০ এএম, ০২ এপ্রিল ২০১৯

বরগুনার আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন- কাওসার (৩৫), পলাশ (৩০), হুমায়ুন (৪০), রিয়াজ (২৭) ও মানিক (৪০)।

সোমবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের যুগিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আলহাজ গোলাম সরোয়ার ফোরকান ও পরাজিত প্রার্থী সামসুদ্দীন সজুর সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সাইফুল ইসলাম মিরাজ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।