বিএনপির সংসদ সদস্য হারুনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়ালিউল্লাহ।

বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চিফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হারুনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে এ মামলা করেন ওয়ালিউল্লাহ। আদালতের বিচারক মোস্তফা কামাল অভিযোগটি আমলে নিয়ে মামলার এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

হারুনুর রশিদ ছাড়াও এ মামলায় শিবগঞ্জ উপজেলার দাদনচক গ্রামের ফারুক আহম্মেদ ও তার স্ত্রী মমতাজ মহল, একই উপজেলার মনাকষা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে আব্দুর জাব্বারকে আসামি করা হয়েছে। মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ, হুজরাপুরের রুলিয়ারা বেগম ও বারোঘরিয়ার আমিনুল ইসলামকে সাক্ষী করা হয়েছে।

বাদীর আইনজীবী মো. সারিউল্লাহ ইসলাম রিফাত বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদকে ফাঁসানোর জন্য একটি জাল দলিল তৈরি করেন হারুনুর রশিদ। ওই দলিলে আব্দুল ওদুদ ও তার দুই ছেলেকে অংশীদার করা হয়েছিল। যা ওয়ালিউল্লাহ সম্প্রতি জানতে পারেন। এ বিষয়টি জানার পরই মামলা করার সিদ্ধান্ত নেন তিনি।

মামলার বাদী ওয়ালিউল্লাহ বলেন, হারুন আমার চাচাতো ভাই। ফুফুর প্রকৃত ওয়ারিশ হচ্ছি আমরা। কিন্তু এমপি হারুনুর রশিদ জালিয়াতির আশ্রয় নিয়েছেন। বিষয়টি জানার পরই মামলা করেছি আমি।

এ বিষয়ে সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, আমি জমির মালিক হওয়া সত্ত্বেও জমি দখলে যায়নি। অথচ আব্দুল ওদুদ জমি দখলে নিয়ে বিক্রি পর্যন্ত করেছেন। এ মামলাটি টিকবে না।

মোহা. আব্দুল্লাহ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।