মাগুরা জজকোর্টের নারী পিয়নকে এসিড নিক্ষেপ, আটক ৩


প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ৩১ আগস্ট ২০১৫

মাগুরা জেলা ও দায়রা জজের বাসায় কর্মরত নারী এমএলএসএস (পিওন) সেলিনা খাতুনের (৩৫) মুখমণ্ডল এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে জেলা ও দায়রা জজ মাহফুজা বেগমের সরকারি বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। দগ্ধ সেলিনাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার পর-পরই অভিযুক্তদের গ্রেফতার করেছে।

সেলিনা খাতুন জানান, রাত ৯টার দিকে তিনি কাজ সেরে জজ সাহেবের বাসা গেট থেকে রাস্তায় বের হওয়ার সঙ্গে সঙ্গে তিন যুবক তার শরীরের এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এদের মধ্যে তিনি শহরের পারলা এলাকার সেলিম ও জাভেদ নামে দুই জনকে চিনতে পেরেছেন।

সেলিনার স্বামী শহরের নিজনান্দুয়ালী মধ্যপাড়ার বাসিন্দা আমিরুল ইসলাম জানান, সেলিনা তার দ্বিতীয় স্ত্রী। বৈবাহিক ঘটনার বিরোধ নিয়ে তালাকপ্রাপ্ত প্রথম স্ত্রী চম্পা বেগমের মামাতো ভাই সেলিম ও জাভেদ দীর্ঘদিন ধরে তাদের দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন। যার এক পর্যায়ে তার সেলিনার উপর এই এসিড নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে।

মাগুরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুক্তাদির রহমান জানান, এসিডে সেলিনা খাতুনের কপাল ও মুখমণ্ডলের বাম পাশসহ শরীরের একাধিক স্থান ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, এসিড নিক্ষেপের শিকার সেলিনার অভিযোগের ভিত্তিতে ঘটনার পর-পরই শহরের পারলা গ্রামের বাবু মিয়ার ছেলে সেলিম, রবে মিয়ার ছেলে জাভেদ ও সেলিনার সতিন চম্পাকে গ্রেফতার করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

আরাফাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।