মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে ৭তলা থেকে পড়ে গেল মেয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৬ এপ্রিল ২০১৯

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সাততলা ভবনের বারান্দা থেকে পড়ে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। তিন বছর বয়সি ওই শিশুর নাম আনিকা আক্তার। শনিবার দুপুরে পৌরসভার গাজী কমপ্লেক্স ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আনিকা পৌরসভার পূর্বলাছ এলাকার নেয়ামত উল্যার মেয়ে। সে ওই ভবনের সাততলার একটি ফ্ল্যাটে মায়ের সঙ্গে বেড়াতে এসেছিল।

পরিবারের সদস্যরা জানায়, দুপুরে বাসার বারান্দায় খেলছিল আনিকা। একপর্যায়ে সে পাশের একটি গাছে ফুল নিতে গিয়ে বারান্দা থেকে ভবনের নিচে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়পুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

কাজল কায়েস/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।