চোখের সামনে স্বামীর মৃত্যু, বাঁচাতে পারলেন না স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৪ এপ্রিল ২০১৯
ছবি-প্রতীকী

সাতক্ষীরার আশাশুনিতে স্ত্রীর সামনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সত্যরঞ্জন মন্ডল নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামে মর্মান্ত্রিক এ ঘটনাটি ঘটে। 

সত্যরঞ্জন মন্ডল আশাশুনি উপজেলার পূর্ব কাদাকাটি গ্রামের মৃত. হরিপদ মন্ডলের ছেলে ও কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জাগো নিউজকে জানান, নতুন একটি বাড়ি তৈরি করছেন শিক্ষক সত্যরজ্ঞন মন্ডল। যা নির্মাণাধীন। দুপুরে ওই শিক্ষক ও তার স্ত্রী এক সঙ্গে নির্মাণাধীন নতুন বিল্ডিংয়ে মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন। এ সময় মোটরের পাইপ লাইনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। কিন্তু বুঝতে পারেননি শিক্ষক সত্যরজ্ঞন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী এ সময় পাশেই ছিলেন। কিন্তু কিছুই করতে পারেননি। স্ত্রীর চোখের সামনেই বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি।

ওসি আরও বলেন, মর্মান্তিক এ ঘটনার সময় স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হতেন। যার কারণে তিনি কিছুই করতে পারেননি।

আকরামুল ইসলাম/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।