নাচোলে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৫ এপ্রিল ২০১৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে ৪তলাবিশিষ্ট একাডেমিক ভবন ও সদ্য নির্মিত দোতলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী শাজাহান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইয়াসিন আলী, জেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সাইদুর রহমান, দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক আব্দুল্লাহ আল মামুন, নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাইরুল ইসলাম ও খ.ম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তিন তলাবিশিষ্ট ভবনের নির্মাণ ব্যয় ৭০ লাখ ও চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ ব্যয় ৭০ লাখ টাকা ধরা হয়েছে বলে শিক্ষা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।