খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২২ এপ্রিল ২০১৯

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা এলাকায় প্রায় একশ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ভেসে গেছে শতাধিক মাছের ঘের। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক ঘরবাড়ি।

স্থানীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, খোলপেটুয়া নদীর বেশ কিছু এলাকায় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো কাজ হয় না। তারা এলাকায় আসেন না। কাজ হওয়া তো দূরের কথা।

satkhira-nodi-1

তিনি আরও বলেন, সোমবার ভোরে একশ ফুট বাঁধ ভেঙে যাওয়ার পর স্থানীয় জনগণকে নিয়ে মেরামতের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ঘটনাটি পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খান জাগো নিউজকে বলেন, প্রবল জোয়ারের পানির চাপে বাঁধটি ভেঙে গেছে। বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যেই বাঁধটি সংস্কার করা সম্ভব হবে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।