বিএনপি-জামায়াত দীর্ঘদিন জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে : শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯

বিএনপি-জামায়াত দীর্ঘদিন নানাভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের মানুষ অসাম্প্রদায়িক ধ্যান ধারণায় বিশ্বাস করে, সে কারণে আমাদের দেশে জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয়ের সুযোগ নেই। আমাদের দেশের একটি বড় রাজনৈতিক দল নানাভাবে জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তাই এক সময় জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী এসব বিষয়গুলো যেভাবে মোকাবেলা করেছেন তা সারাবিশ্বে প্রশংসা পেয়েছে। এ সময় তিনি শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

Chandpur-Sports-(2)23-04

অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের ক্রিকেট লিগে চাঁদপুর জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব ও ইয়ুথ ক্লাব অংশগ্রহণ করে।

ইকরাম চৌধুরী/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।